২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে? এই বিষয়টি জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের কোরবানির ঈদ কবে

আজকের এই আর্টিকেলটিতে আপনাদের মাঝে তুলে ধরবো ২০২৪ সালের কোরবানির ঈদ কত তারিখে ? এবং আপনার অজানা কিছু তথ্য তাই দেরি না করে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

২০২৪ সালের কোরবানির ঈদ সম্পর্কে কিছু কথা

আপনাদের মধ্যে হয়তো অনেকের মনেই প্রতিবছর একটাই প্রশ্ন ঘোরাফেরা করে যে ঈদ কবে ? আমাদের ইসলাম ধর্মে দুইটি ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে একটি ঈদ-উল-ফিতর এবং আরেকটি ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ।

পবিত্র রমজানে এক মাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ২ তারিখে খুশি উদযাপন করাকে ঈদ-উল-ফিতর বলা হয়। ঈদ এবং আযহা দুটিই আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসে এই দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ঈদ এবং আযহা শব্দের অর্থ কুরবান করা বা উৎসর্গ করা।

সৌদি আরবের চাঁদ দেখার কমিটি ঘোষণা দিয়েছে যে আরব দেশ গুলিতে ১৬ই জুন এবং ১৭ই জুনে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশগুলিতে ঈদ উদযাপিত করা হয়।

ঈদ-উল-আযহার আরেকটি নাম হলো কুরবানীর ঈদ এই ঈদে মুসলিমরা পশু কুরবানী করে থাকে। এই বছর কুরবানীর ঈদ উদযাপিত হবে ১৭ই জুন।এই বছর আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী কোরবানির ঈদ জিলহজ মাসের ১০ তারিখে আরব দেশগুলোতে অনুষ্ঠিত হবে।

হাজীদের উদ্দেশ্যে কিছু কথা

২০২৪ সালে যারা হজ করতে যাবেন তাদের উদ্দেশে কিছু কথা বলব তাই সকলেই মনোযোগ সহকারে পড়বেন। যারা হজ করতে যাবেন তারা তো অবশ্যই কুরবানী দিবেন তাই যে সকল হাজীগণ পশু কুরবানী দিবেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে সঠিক নিয়মে পশুটি কুরবানী করবেন। মহান রাব্বুল আলামিন বলেছেন যে তোমার প্রিয় বস্তুটি আমার নামে উৎসর্গ করে কুরবানী করো যে সকল ভাই ও বোনেরা পশু কুরবানী দিবেন তারা অবশ্যই আগে থেকে পশুটি ক্রয় করে লালন পালন করবেন। তাহলে আল্লাহ তাআলা খুবই খুশি হবেন ওই পশুর প্রতি আপনার মায়া বাড়বে এবং আপনার প্রিয় বস্তু হয়ে যাবে পশুটি। বাংলাদেশের প্রতি বছর ৭০ লক্ষ থেকে ৮০ লক্ষ অশু কুরবানী করা হয় তাই আপনারা যে সকল মানুষ কুরবানী দিবেন তারা অবশ্যই পশুর চামড়াটি ভালোভাবে সংরক্ষণ করবেন আপনারা এই চামড়া বিক্রি করে বিক্রির টাকা গুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারেন অথবা মাদ্রাসার ছাত্রদেরকে চামড়াটি দিতে পারেন এতে তাদের খাওয়া অথবা লেখা পড়ার সামগ্রী কেনা যেতে পারে তাই সবাই কারো মুখের হাসি ফোটানোর জন্য চেষ্টা করবেন।

পশু কুরবানী করার দোয়া

বাংলা উচ্চারণঃইন্নি ওয়াজ জাহাতু ওয়াজ হিয়া লিল্লাজি ফাতারাছ ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন।ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ ইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন।আল্লাহুমা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার।

অর্থঃ নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম,যিনি আসমান ও জমিন সৃতি করেছেন।আমি মুশরিকদের অন্তর্গত নই।নিশ্চয়ই আমার নামাজ,আমার কোরবানি,আমার জীবন ও আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য তাঁর কোন শরিক নেই। 

ঈদ-উল-আযহা র তালিক 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন