আপনি কি লম্বা হতে চান?
সুষম খাদ্যভাস গঠন করতে হবে
- লিন প্রোটিন অর্থাৎ চর্বিহীন প্রোটিনযুক্ত খাবার খাবেন বেশি বেশি। যেমন-মুরগির মাংস, মাছ ও দুধ দিয়ে তৈরি খাবারে প্রচুর পরিমাণে লিন প্রোটিন রয়েছে। লিন প্রোটিন হাড়ের গঠনে এবং পেশি অর্থাৎ মাসলের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- আপনার দৈনিক খাদ্যতালিকায় শর্করার মাত্রা বৃদ্ধি করুন।তবে এমন কোন শর্করা যুক্ত খাবার খাবেন না যা প্রচুর পরিমাণে মিষ্টি।আপনি চাইলে ভাত এবং আলু জাতীয় খাবার খেতে পারেন।
- আপনি যদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে চান তাহলে দুধ অথবা টক দই খেতে পারেন।
- দ্রুত লম্বা হওয়ার জন্য জিংকও দরকার তাই মিষ্টি কুমড়া,বাদাম এবং গম জাতীয় শস্য খেতে হবে।
- দ্রুত লম্বা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করতে হবে।ভিটামিন ডি গ্রহণ করার জন্য মাছ এবং মাশরুম খেতে পারেন অথবা সকালে রোদ উঠা থেকে শুরু করে সকাল ১১ তা পর্যন্ত যেই রোদের আলোটি থাকে সেটি শরীরের জন্য খুবই উপকারী কারণ তাতে রয়েছে ভিটামিন ডি।
বিশ্রাম ও ঘুম
এমন অভ্যাস এড়িয়ে চলুন যা উচ্চতা বৃদ্ধিতে বাধা দেয়
নিয়মিত ব্যায়াম করতে হবে
শরীরের উচ্চতা বাড়ানোর জন্য কিছু উপায়
শরীরের উচ্চতা বাড়ানোর জন্য কিছু উপায় যা আপনার হয়তো জানা ছিল না-